শূন্যতায় বসবাস
প্রতিদিনই কঞ্চির আঘাতে
নাক মুখ ক্ষত-বিক্ষত হয়!
কান আর প্রাণ–
বোস্তাম শহরের কারফিউতে আটক।
তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে
উর্ধাকাশে চড়ার সিঁড়ি মাড়াই।
ওখানে আটকে গেছে
খাদ্যের ছোট্ট ডিঙি নৌকা!
এখন কেউ আর আমার
নাক মুখের খবর রাখে না।
আছি অথবা নাই’র মধ্যেই বাঁচি।
বলতে পারো- শূন্যতায় বসবাস।