খোকাখুকু হাসে মাহতাব উদ্দিন প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:২১ পিএম অবশেষে খুলে গেছে যত পাঠশালা, খোকা আর খুকু হাসে মনে নেই জ্বালা। বই-খাতা এতদিনে কিছু হারিয়েছে, লাগে না পোশাক গায়ে ছোট হয়ে গেছে। ইশকুলে গিয়ে তারা সহপাঠী খোঁজে, নড় হয়ে গেছে দেখে লাজে চোখ বোজে। Share