Skip to content

একগুচ্ছ বর্ষাকদম

একগুচ্ছ বর্ষাকদম

বর্ষাকদম হৃদয় নিংড়িয়ে দেয়
মনোমুগ্ধকর ঘ্রাণে
কোমল হাতের আলতো স্পর্শে
শিহরিত হয় লোমকূপ।

 

দক্ষিণা বাতাসে এলোমেলো ভাসছে
কেশব খোঁপার ধূসর চুল,
কিশোরীর বাঁকা চোখের চাহনিতে 
আটকে গেল বেহিসেবি মন।