নতুন দিনের ভোর
বছর ঘুরে নতুন ভোরে
এলো নতুন দিন,
নতুন বইয়ের গন্ধে শিশু
নাচে তাধিন ধিন।
নতুন বইয়ের পাতায় আঁকে
আকাশ পাখি ফুল,
ইশকুলে যায় শিশু কিশোর
হাওয়া ওড়ে ধুল্।
নতুন দিনের স্বপ্ন বুকে
মনে সুখের সুর,
প্রজাপতির পাখায় তারা
আঁকে নতুন ভোর।
রফিকুল নাজিম প্রকাশ:
বছর ঘুরে নতুন ভোরে
এলো নতুন দিন,
নতুন বইয়ের গন্ধে শিশু
নাচে তাধিন ধিন।
নতুন বইয়ের পাতায় আঁকে
আকাশ পাখি ফুল,
ইশকুলে যায় শিশু কিশোর
হাওয়া ওড়ে ধুল্।
নতুন দিনের স্বপ্ন বুকে
মনে সুখের সুর,
প্রজাপতির পাখায় তারা
আঁকে নতুন ভোর।