বেলা
প্রথম প্রহর
দুটি বটগাছ স্বর্গীয় আশ্রয়
প্রজাপতি-মন
ডানা মেলে যায় আকাশ ছোঁয়ায়
নদীর পললে সবুজের হাট
সময় তখন পাখির কুজন।
রূপালি দুপুর
সোনালি যৌবন জ্বলে ওঠে
গোলাপি এ মন
সম্মুখে ঐ ধূসর গোধুলি
সান্ধ্যসঙ্গীতে সানাইয়ের সুরে
বিষাদের আয়োজন।