ধান

এখানে ধান ওখানে ধান
ধানে ভরা উঠান
চুলায় ধান গোলায় ধান
ব্যস্ত গাঁয়ের কৃষাণ।
কেউ বা কাটে দলে দলে
কেউ বা একা মাঠে
সেদ্ধ কিংবা কাঁচা নিয়ে
কেউ বা আবার হাটে।
বধূগনে চুছা ছড়ায়
হেসে আপন মনে
ফিরনি পায়েস রাঁধে কন্যা
হেমন্তরই ক্ষণে।
আহমাদ কাউসার প্রকাশ:
এখানে ধান ওখানে ধান
ধানে ভরা উঠান
চুলায় ধান গোলায় ধান
ব্যস্ত গাঁয়ের কৃষাণ।
কেউ বা কাটে দলে দলে
কেউ বা একা মাঠে
সেদ্ধ কিংবা কাঁচা নিয়ে
কেউ বা আবার হাটে।
বধূগনে চুছা ছড়ায়
হেসে আপন মনে
ফিরনি পায়েস রাঁধে কন্যা
হেমন্তরই ক্ষণে।