স্যালুট
একাত্তরের মার্চ মাসে
অস্ত্র ধরে যারা
শহীদ হলেন গাজী হলেন
খেতাব পেলেন তাঁরা।
ভয়কে যারা দূরে ঠেলে
করে জীবন পণ
তাদের কাছে থাকব মোরা
ঋণী আজীবন।
যুদ্ধ করে যারা দিল
স্বাধীন একটি দেশ
স্যালুট জানাই নত শিরে
হায়েনা করল শেষ।
যুদ্ধ জয়ের পঞ্চাশ বছর
উঠবো মেতে দেশে
জয় আমাদের হলোই এসে
ডিসেম্বরের শেষে।