আমার প্রিয় মা
মা আমাকে ভালোবাসেন
অনেক যতন করে,
মাকে ছাড়া যায় না থাকা
একলা কোনো ঘরে।
মা আমাকে আদর করে
দেন মুখে ভাত তুলে,
মায়ের সুবাস মিশে আছে
হাজার রঙিন ফুলে।
নিজের যত চাওয়া-পাওয়া
সব বলি মার কাছে,
মায়ের পদতলেই কেবল
জান্নাত আমার আছে।
মায়ের মতো হয় না কেউই
যতই বলুক মুখে,
মায়ের কোলে নিশ্চিন্তে
ঘুমাই পরম সুখে।