স্মৃতি রোমন্থন

শুভ্র সকাল, পাখির ডানায় পরিভ্রমণ
শিশুর হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ানো, তারপর
তার অবাধ বিচরণ। হরিৎ শস্য-প্রান্তর !
মায়ের কোলের মমতা,
বাবার স্নেহশীতল বটের ছায়া,
পাড়াপড়শির আদর
এবং স্বজনদের সাথে আনন্দঘন দিনগুলি।
অক্লান্ত বহতা পাখির ডানার মতন
এক প্রান্তর থেকে অন্য প্রান্তর, দূর থেকে দূরান্তর
ছুটে চলা দুপুর।
সবুজের গাঁয়ে এঁকেবেঁকে বয়ে যাওয়া
বহমান নদীর হাওয়ায়, উল্লাসিত হৃদয়।
মাঝির কণ্ঠে জারি-সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া
পল্লি-গাঁয়ের পল্লিগীতি,
আর প্রজাপতির ডানার মতোই ছিল সেই রঙমাখা বিকেল।
প্রাণের সাথে প্রাণ, সুরের সাথে সুর
ঝঙ্কারময় ছিল সেই রোদ্দুরমাখা দিনগুলি।
আজ জীবনবেলার অপরাহ্ণের প্রান্তে, নিস্তব্ধ সন্ধ্যায়,
শুধুই মনে পড়ে সেই সব দিনগুলি !