শীত মামা
আসছে শীত
করছে কান্না
প্রতিদিনই এক বাহানা
এমন কান্না আর দেখি না।
সকাল হলে যায় না চেনা
বাপের ভিটা কোন খানা।
রাস্তা ঘাটে চলে না কানা
খুঁজে না পাই যদি সেই ঠিকানা,
মরণ বরণ আছে জানা
এখন আমি বের হবো না।
রাতের আকাশ শনশনিয়ে
গান করছে ভনভনিয়ে
সকাল হলেই শীত মামা
অঝোরে তাই করছে কান্না!
প্রতিদিনই এক বাহানা,
এমন কান্না আর দেখি না।
বুড়োর জ্বালায় বুড়ির কান্না
আগুন পানি জ্বালাও না,
তোমার সংসার আর হবে না
শীত মামার করুণ কান্না!
সহিতে আমি পারছি না
এবার ছাড়লাম তোমার ঘর
শীত মামার হোক জয়।