শ্যামাঙ্গী উমা
ওগো চপলা চঞ্চলা
শ্যামাঙ্গী আমার,
বলি শোনো, শোনো বলি
শুধু একবার!
ওগো, রূপবতী স্বচ্ছ
দরিয়ার ঢেউ;
শুনবে না, শুনবে না
এ কথাটি কেউ!
ফিক করে হেসে দিয়ে
মুখ চুনচুন,
কবে যেন ভালোবেসে
করো গুনগুন?
আমি বাসি তুমি বাসো
কথা নয় মেকি
কতদিন গত হলো
দেখা নাই সে কী?
অনন্যা/এসএএস