সুখ জ্বলে

বিষণ্নতায় কী জন্য আয়
শব্দ বুলির ডাক পাড়ে রোজ
ডাক পাড়ে রোজ মনটারে,
কোথায় করি সেই তাঁকে খোঁজ
কোথায় মনের ধনটারে।
বিষণ্ণতায় কী জন্য গায়
ব্যথার বিষাদ গান গীতি ঢের
গান গীতি ঢের প্রাণহরা,
কিংবা হেরি কল্পনাদের
স্বপ্ন ফুলের ঘ্রাণঝরা।
বিষণ্নতায় কী ছিন্ন হায়
সঙ্গহীনার স্রোত বয়ে যায়
স্রোত বয়ে যায় দুখ জলে,
প্রেম অনলের ছাই আমি এক
দ্যাখ হৃদয়ে সুখ জ্বলে।
অনন্যা/এসএএস