যে জীবনটি হারিয়ে গেছে
যে জীবনটি হারিয়ে গেছে পুকুরজলে সাঁতার কেটে
যে জীবনটি হারিয়ে গেছে পান্তাভাতের সানকি চেটে
সে জীবনের কথা আজও ভুলতে পারি নাই
সে জীবনই আবার আমি ফেরত পেতে চাই।
যে জীবনটি হারিয়ে গেছে ব্রহ্মপুত্র নদের বাঁকে
যে জীবনটি হারিয়ে গেছে মৌমাছিদের মধুর চাকে
সে জীবনের রঙিন স্মৃতি ভুলতে পারি নাই
সে জীবনই আবার আমি ফেরত পেতে চাই।
যে জীবনটি হারিয়ে গেছে বাবার হাত আগলে রেখে
যে জীবনটি হারিয়ে গেছে মায়ের কোলে ঘুমিয়ে থেকে
সে জীবনের মধুর স্বাদ ভুলতে পারি নাই
সে জীবনই বারকে বারে ফেরত পেতে চাই।
যে জীবনটি হারিয়ে গেছে লুডু-খেলার চালাক চালে
যে জীবনটি হারিয়ে গেছে অনেক ভালোবাসার কালে
সে জীবনের হাসির জ্যোতি ভুলতে পারি নাই
সে জীবনই বারকে বারে ফেরত পেতে চাই।
যে জীবনটি হারিয়ে গেছে ভাঁটফুলের গন্ধে মেতে
যে জীবনটি হারিয়ে গেছে বৃষ্টিজলে জীবন গেঁথে
সে জীবনের কথা তোমায় বলতে আমি চাই
সে জীবনেই তোমায় নিয়ে ফেরত যেতে চাই।