শিক্ষক
শিক্ষক দিলেন জ্ঞানের প্রদীপ
নতশিরে প্রণাম করি,
সৃষ্টিকর্তার পরে বাপ-মা
অস্তিত্বের’ই উৎস স্মরি।
মায়ে দিলো হাতেখড়ি
অআ কখ বর্ণ নিয়ে,
বিদ্যাপীঠের পাঠ পূরণ হয়
শিক্ষকের জ্ঞান কলম দিয়ে।
দেশ-বিদেশে শিক্ষক দিবস
যেদিন’ই হোক না তা পালন,
পরম শ্রদ্ধা ভক্তির সাথে
হৃদয়ে তা করি লালন।
যাদের জন্যে পেলাম ভবে
শিক্ষা-দীক্ষার শতো আলো,
সেই শিক্ষকে শান্তি দিও
বিধি রেখো তাঁদের ভালো!