Skip to content

২৬শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | সোমবার | ১১ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

হঠাৎ বৃষ্টি

শুঁকিয়ে গেছে ঠোঁট- 
এক ফোঁটা জল বড্ড অভিমানী,
অপেক্ষায় স্থির হয় ক্লান্ত চোখ,
তবুও ভাঙ্গে না মান।

 

হঠাৎ বৃষ্টি! ভেজা শরীর!
নিষ্প্রভ ঠোঁটে প্রাণ সঞ্চার,
রিমঝিম শব্দে পুলকিত হৃদে স্পন্দন, 
পূর্ব গগনে ভেসে উঠে পূর্ণিমা চাঁদ।

 

প্রভাতে উদিত সূর্যের অপরূপ সাজ
প্রকৃতির সজ্জা যেন ষোড়শীর লাজ।