চাঁদের আলো

রাত্রি যখন আসে
তখন চাঁদ আকাশে হাসে!
থাকতে চায় সবার পাশে।
খুব কাছাকাছি বসে,
ঐ চাঁদ দেখে হিসাব করবো কষে!
তারার মেলাও থাকবে তখন মেঘ পরবে খসে।
থাকবে জোনাকি,
থাকবে আলো , দূর হবে কালো
আকাশ হবে সুপ্ত,
ছন্দ হবে লুপ্ত
আঁধারে উড়াবে স্মৃতির ঢেউ,
দেখতে আসবে না তো কেউ।
থাকবে না আর কোন বাঁধা
ভাববো আমি স্বপ্ন গাঁথা,
বলবো কথা চাঁদের সাথে হেসে
মুখ লুকাবো আকাশ মেঘের কেশে ।