ভ্রান্ত পথিক

স্ব হস্তে ভ্রান্ত সাম্রাজ্য গড় সৃষ্টি সুখের উল্লাসে?
অকৃতজ্ঞ স্বার্থপরতা ভ্রমে আবদ্ধ প্রতি নিশ্বাসে!
কফির চুমুকে নতুন স্পর্শে নবত্বে আপ্লূত হৃদয়,
কুশন বালিশে সুগন্ধি! কারো শ্রম অনুভূত হয়?
লোভ লালসায় স্বেচ্ছায় ধ্বংসের প্রান্তে দাঁড়াও?
সভ্য সমাজটা কলুষিত করে কেন দুর্গন্ধ ছড়াও?
ধ্যানে জ্ঞানে আর মননে নিজেকে চিনতে পাও?
ভ্রান্ত পথ পরিহার করে সঠিক পথ বেছে নাও।