হেমন্ত এলে

বাংলার বুকে হেমন্ত এলে
চাষীরা খুশিতে হাসে,
ভোরের হাওয়ায় দোয়েলের শিস
দূর থেকে ভেসে আসে।
মাঠে মাঠে কত কাঁচাপাকা ধান
দেখলে জুড়ায় প্রাণ,
কাস্তে চালিয়ে কাটেন চাষীরা
সোনালী আমন ধান।
শীতের আগাম শুভেচ্ছা দিয়ে
সকালে শিশির ঝরে,
নবান্ন উৎসবে পিঠা-পুলি
খাওয়ার হিরিক পড়ে।