তোমায় ভালোবাসি বলে কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:৫৯ পিএম · ১৫ মে ২০২৩, ১২:৫৯ পিএম তোমায় ভালোবাসি বলেরঙিন স্বপ্ন দেখি,তোমায় ভালোবাসি বলেছন্দে কবিতা লিখি। তোমায় ভালোবাসি বলেমুক্ত আকাশে উড়ি,তোমায় ভালোবাসি বলেবাঁধনহারা তরী। তোমায় ভালোবাসি বলেজীবনটা পরিপাটি,তোমায় ভালোবাসি বলেপ্রণয় এতো খাঁটি। Share