Skip to content

২৪শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৯ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

মেঘবালিকা

মেঘবালিকা মেঘবালিকা
পায়ে দিয়ে সোনার নূপুর
আকাশ হতে এসো নেমে
ঠিক যখনই মধ্য দুপুর।

 

ভেজা ভেজা হিমেল হাওয়া
থর থরিয়ে কাঁপে পাতা
জলের পিঠে নাচন তুলে
খুলে দাও না মনের খাতা।

 

চালে পড় ডালে পড়
নেচে নেচে উঠোন জুড়ে
তোমার ছোঁয়া নেব আমি
উদোম গায়ে ঘুরে ঘুরে।