বিজয়

সবুজ পাতার বুকে রক্ত তিলক
ঘরছাড়া পাখিদের উৎসর্গ করলাম
যদি তোমরা আসো ফিরে
জানি আসবে না কোনদিন
যদি তোমরা জেগে বসো, প্রতিদিন ভোরে
এ মাটি জানে রক্তের ঋণ।
গাছ আর মাটির বন্ধন নত হয়ে তোমাদের স্মরণ করলাম
নদী আর ঢেউয়ের প্রবহমান, নীরবে আকাশপ্রদীপ ভাসালাম
ভালো থেকো ভাইয়েরা, ভালো থেকো বোনেরা
দুঃখের ভিতর, কষ্টের ভিতর পথ দেখিও আমাদের
লক্ষ পাখির কোরাসে প্রতিদিন গাইবো জাতীয় সঙ্গীত।