মেঘ-পাহাড়ের দেশে
এখানে আপনমনে উড়ে যায় মেঘেদের দল
নীলাকাশ জুড়ে দেখি আলো-আঁধারের খেলা
শিমুলতুলোর মতো উড়ে চলে দূর থেকে দূরে
বাতাসেরা ডানা মেলে নিয়ে চলে মেঘের বালিকা।
জলের কণারা সব মেঘের কুমারী হয়ে যায়
তারপর বৃষ্টিধারা হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে
ঊষরমাটিতে আনে প্রাণের সঞ্চার অতঃপর
সবুজের সমারোহে মেতে উঠে তার চারিদিক।
মেঘবালিকার সাথে তাপসকুমার আড়ি খেলে
দিনের আলোকরেখা তাই আঁধারে হারিয়ে যায়
রাতের আকাশে চলে চাঁদ-মেঘেদের লুকোচুরি
নির্মল ভালো লাগায় মনের কানন ভরে উঠে।
কখনো সাদা কখনো কালো মেঘেদের উড়াউড়ি
কখনো মায়াবী আর কখনো ভীষণ ভয়ংকর
তবু সৌন্দর্যপিপাসু মন হারিয়ে যেতে চায় ঐ
অপার সৌন্দর্যঘেরা প্রিয় মেঘ-পাহাড়ের দেশে।