পাচার ঢেউ
মোদের দেশের টাকাগুলো
ভিন দেশে যায় বেড়াতে
দেশের টাকা শেষে কেহ
পারে না আর ফেরাতে।
কেউ বা পাঠায় বস্তা ভরে
হুন্ডি করে পাঠায় কেউ
এমন করে অর্থনীতির
কূল ভেঙে দেয় পাচার ঢেউ।
চোখ খুলতেই নিত্য দেখি
অর্থনীতির মন্দাভাব
ফাঁকা মাঠে হৈ-হুল্লোড়
করে কোনো হয়না লাভ।
পাচার রোধে ব্যর্থ হলে
বাড়বে বিপদ আরও বেশ
ধীরে ধীরে হয়ে যাবে
বাংলাদেশের রিজার্ভ শেষ।
থাকতে সময় সবাই মিলে
করতে হবে পাচার রোধ
যথাযথ আইন প্রয়োগ ও
জাগিয়ে তুলে বিবেক বোধ।