Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধু যদি হও

বন্ধু যদি বন্ধু না হও
শত্রু কভু হইয়ো না,
দুর্বলতার সুযোগে তার
গোপন কথা কইয়ো না।

 

বন্ধু চেনা সহজ তো নয়
শত্রু চেনাও কঠিন কাজ,
সময় এলেই যায় যে চেনা
কার মাথাতে কিসের তাজ।

 

বন্ধু সে তো বিশ্বাসী এক
ভালোবাসার আপনজন , 
ঝগড়া বিবাদ হলেও কভু
ভাঙবে না কেউ কারোর মন।

 

বন্ধু সে তো সুখের দুখের
সঙ্গী হয়ে সাথেই রয়, 
দুইটি দেহে থেকেও তারা
এক আত্মার কথা কয়।

 

বন্ধু যদি হবেই তবে
মুক্ত মনের মানুষ হও, 
বন্ধুত্বের ওজন বুঝে
এক জনমে পাশেই রও।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ