মার্চের চিঠি
স্বাধীনতার স্বপ্ন দেখেন যারা
তাদের ডাকে মার্চ দিয়েছে সাড়া,
স্বপ্ন সফল করার মন্ত্র দিয়ে
মার্চ লিখেছে রক্তে ভেজা চিঠি –
তাইতো ছিল যুদ্ধে যাওয়ার তাড়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে
জোয়ান-বুড়ো ছুটল লাখে লাখে,
অস্ত্র হাতে পাকবাহিনী রুখে
লাল-সবুজের নিশান নিয়ে ফিরে—
অমর তারা ইতিহাসের বাঁকে।
এমন চিঠি আসতো আবার যদি
স্বপ্ন দেখে কাটাই নিরবধি,
সেই চিঠিটি পড়ে সাহস নিয়ে
একাত্তরের মতো সোনার দেশে –
সত্য-ন্যায়ে ফিরতো সুখের গদি।