মরেও বেঁচে থাকে

প্রতিদিনই সূর্য উঠে
নিয়ে আশার আলো
গতকালের চেয়ে বুঝি
দিনটা যাবে ভালো
আশায় আশায় দিন চলে যায়
হয়নাতো আর ভালো
দিনে দিনে বিপদ বাড়ে
আরও ঘন কালো
দেখতে দেখতে ডাক এসে যায়
দিন আসেনা ভালো
তবু মানুষ খুঁজে চলে
একটু সুখের আলো
জেনেছে যে জীবন মানে
সুখটা বলে কাকে?
ত্যাগের মাঝে জীবন গড়ে
মরেও বেঁচে থাকে।