ছড়ার প্রেমে ছড়া
রূপকুমারী ছড়া লো তোর
ছাড়বো নাকো পিছু,
তোর প্রেমেতে করবো হাসিল
আমি অনেক কিছু।
পাত্তা তোকে দিতেই হবে
না দিয়ে কই যাবি,
আমার মতো পাগল প্রেমিক
পৃথ্বীতে না পাবি।
শব্দ সারির মাধুর্যতায়
রাখবো যতন করে,
ভালোবাসায় করবো লিপি
সারা জীবন ধরে।
তোর প্রেমেতে এই হৃদয়ে
স্বপ্ন হাজার গড়া,
ছড়ার প্রেমে ছড়া, লিখি
ছড়ার প্রেমে ছড়া।