আমার দুর্গা
জ্বলছে আগুন দাউ দাউ করে
ভাতের হাড়ি কি ফুটছে?
খাদ্য নেই,যন্ত্রণাতে
আর কতদিন তুমি কাঁদবে?
আমার দুর্গা বেঁচে আছে
ওরা মাঠে-ঘাটে খাটে।
উত্তর নেই সমাজ
ওদের কাছে উৎসব চোরাবালির মতো কাঁদে।
ওরা দাউ দাউ করে জ্বলছে
যেদিন ওরা আগ্নেয়গিরির দাবানল হবে।
সেদিন অধিকার তুমি কি রক্ষা পাবে?
দেখো,আমার দুর্গা কাঁদছে!
সমাজ কেন দূরে ঠেলে রাখে?
ওরা ফুটপাতে ভিক্ষা করে বলে?
আমার দুর্গা ও লড়তে জানে
দশ হাতে দশ অস্ত্র ধরে!
আমার দুর্গা কেন কাঁদে?
যন্ত্রণায় বোবা পাথর হয়েছে।
সভ্যতা আজ লালায়িত
বুদ্ধিজীবী তোমরা নীরব থেকে গেলে!
জাগতে হবে “আমার দুর্গা”
জাগরণের প্রতি ঘরে ঘরে।
ক্ষমতার প্রাচীর ভেঙে খান খান
লালায়িত জিভগুলো টেনে আনবে!
অনন্যা/এসএএস