Skip to content

আগষ্টে এলে 

আগষ্টে এলে 

আগষ্ট এলে মুজিব তুমি 
দুঃখ বাড়িয়ে দাও
ঝাঁঝরা করল বক্ষ তোমার 
খুনে ভরা গাও

 

আগষ্ট এলে পাখি যেন
কণ্ঠে হারায় সুর
এই আগষ্টে হারিয়ে পিতা 
অশ্রু ঝরে বুবুর

 

আগষ্ট এলে  ছোট রাসেল 
তোমায় পড়ে মনে 
তুমি বিনা বাংলা আমার 
শুধু  খা খা করে 

 

আগষ্ট এলে গায়ের রক্ত
টগবগ করে ওঠে 
আগষ্টে এলে বত্রিশ নম্বর 
বাড়িটি  জাগে মানসপটে 

 

আগষ্ট মাসে  হোক অঙ্গিকার 
পিতার হত্যার শোধ
এই আগষ্টে  জাগ্রত হোক 
মানবতার বোধ।