আমি ছিলাম
হয়তো ছিলাম চোখের কোণে,
নয়তো ছিলাম খুব গোপনে।
আজ আছি শুধু অবহেলায়!
যার মায়া হতাম যাবার বেলায়।
একটু খানি অনুভূতি,
দীর্ঘশ্বাসের কারণ হতাম যদি।
সারাদিনের ব্যর্থতা শেষ সফলতায়।
অনেক কিছুই পাওয়া যায়।
মানুষের বুকের মাঝে,
একটা হৃদয় আজো আছে!
পথচলার ক্লান্তি পায়ে,
পৌঁছুতে চাই শেষ একটা গায়।
ছিলাম আমি অপরিচিত
চিনে উঠা আজো হয়নি সে তো।