মাগো আমি তোমার ছেলে
মায়ের মতো আপন বলতে
ভবে কেহ নাই.
সন্তানের সব দু:খ কষ্ট
মায়ে বুঝে তাই।
ছুটির দিনে ছুটে যাইতাম
মায়ের ঐ সেই গায়
কষ্ট গুলো পিছু হাটে
নুপুর পড়ে পায়।
ঘরের ভিতর ঝুলে আছে
মায়ের ছবিখানি
কোথায় তুমি আছো গো মা
চোখে ঝরে পানি।
মিষ্টি ভাষায় ডাকতে যখন
খোকা খোকা বলে
ঝড়ের মতো ছুটে আসতাম
তোমার কাছে চলে।
পিছন ফিরে তাকাই যখন
দেখতে পাই সেই ছায়া
মাগো আমি তোমার ছেলে
করো একটু মায়া।
অনন্যা/টিটি