বৃষ্টি নেই বর্ষাকালে
শ্রাবণ আকাশে দেখো আজ
নেই যে কোনো বৃষ্টি,
যে দিকে দেখি সব যেন
চৈত্রের মাসের দৃষ্টি।
নেই কোনো বারিধারা ঐ
আকাশের যে কোনে,
কাঠফাটা রোদের তাপে মন
ভীষণ দুঃখ বোনে।
জানি না কেনো যে হচ্ছে
এমন ধরার তরে,
আষাঢ় শ্রাবণ মাসে নাহি
বৃষ্টির রেনু ঝরে।
আষাঢ় শ্রাবণ দুই মাস নিয়ে
বর্ষাঋতু বলে,
এখন দেখি বাংলায় আমার
গ্রীষ্ম শীত চলে।