Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐ কবিতাটি আমার নয়

আমি কবিতার মদিরায় মাতাল হয়ে
অগ্নিজলে খুৃৃঁজি অনিন্দ্য বোধের ছবি।
শব্দ সুরায় দগ্ধ হতে হতে
ভস্মীভূত ছাইয়ের স্তুপে
জন্ম নেয়া ফিনিক্স পাখির ডানায়
উড়াল দেই অধরা স্বপ্ন নিয়ে।
যে কবিতা নিঃস্ব চোখের আকাশে
শৃঙ্খল মুক্তির সূর্য হয়ে হাসে না,
যে কবিতা হৃদয় থেকে হৃদয়ে
প্রীতি ও সাম্যের হিন্দোল তোলে না,
পঙক্তির ভাঁজে কামিনীর মাদকতা নেই
ঐ কবিতাটি ঠিক আমার নয়।

কবিতার বনসাই প্রেমিক হয়ে
ব্যর্থতায় ডুবে যাই পথশিশুর চোখে,
মানবতার পচন ধরা দুর্নীতির ক্ষতে
নির্লজ্জ কালের চাহনিতে।
যে কবিতা ভাষা শহীদদের
রক্তের ঋণ শোধিতে পারে না,
মানচিত্রের ঋণ শোধিতে পারে না
ঐ কবিতাটি ঠিক আমার নয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ