Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মরার উপর খাঁড়ার ঘা

মরার উপর খাঁড়ার ঘা হয়ে
দেশে ডেঙ্গু এলো
ডেঙ্গু প্রতিরোধে সবাই 
সচেতন হই চলো।

 

জ্বর নিয়ে নয় অবহেলা
করতে হবে পরীক্ষা 
সনাক্ত হলে চিকিৎসা নিয়ে
নিজেকে করো সুরক্ষা। 

 

প্রতিকারের চেয়ে বরং
প্রতিরোধেই জোর
তবেই তোমার আসবে ঠিকই 
শঙ্কা মুক্ত ভোর।

 

মহামারির ভয়ভীতিতে
ডেঙ্গু হল যোগ 
সামনে এলো মহাবিপদ 
বাড়ছে যে দুর্ভোগ।

 

চারপাশ পরিষ্কার যেন হয়
তোমার কাজের অংশ
এডিস মশার প্রজনন-ক্ষেত্র 
করতে হবে ধ্বংস।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ