Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বাস

কতটুকু জীবন কতটুকু চাওয়া 
কতটুকু পেলাম কতটুকু গেল খোয়া।
এই হিসাব রইল তোলা বিশ্বাসের খেলায়
সূক্ষ্ম দৃষ্টিতে দেখি বিশ্বাসের বিশ্ব মেলায়।

পাখি জোড়-বেধে উড়ে চলে
বঙ্গোপসাগরের উত্তাল কল্লোল-কোলে।
থাকে নবীন মুখ দেখে নবীন দৃষ্টিতে 
সহস্র ক্রোশ-দূর দিল পারি বটে।

ফের ফিরে  চলা নীড়ে হাসিমুখ
বিশ্বাসের মেলায় বিশ্বাসের খেলায় এইতো সুখ।
ক্ষণিক মোদের পথচলা অবনী পরে 
কেউ  ছুটে চলে কেউ ধীরে। 

কেউ ব্যথায় কাঁদে কেউ হাসে,
তবে প্রত্যেকে আপন বিশ্বাসে বাঁচে। 

 

 

  
 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ