পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ
দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। তবে ছোট্ট এই ভূখণ্ডটিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য নেহাত কম কিছু নেই দেশটিতে। হোক সে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ। আর এই বিশ্বখ্যাত টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ নিয়েই আমাদের আজকের আয়োজন।
গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করা পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ বাংলাদেশের টাঙ্গাইলের এই ২০১ গম্বুজ মসজিদ। মসজিদের ছাদে সর্বমোট ২১০ টি গম্বুজ থাকায় মসজিদটি ২০১ গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে। গম্বুজের সংখ্যার দিক থেকে মসজিদটি যেমন পৃথিবী সেরা আবার মিনারের উচ্চতার দিক দিয়ে মসজিদটির অবস্থান বিশ্বে দ্বিতীয়।
মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝীনাই নদীর তীরে অবস্থিত। ২০১৩ সালে ১৩ জানুয়ারি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির উপরে এই বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের সূচনা। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য ১৪৪ ফুট এবং প্রস্থ ১৪৪ ফুট।
২০১ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ছাদে অবস্থিত এর মূল গম্বুজটি। যার উচ্চতা ৮১ ফুট। আর এই মূল গম্বুজের চারপাশ ঘিরে রয়েছে বাকি ২০০ টি গম্বুজ। যেগুলোর উচ্চতা ১৭ ফুট। এই গম্বুজগুলো বিভিন্ন দেশ থেকে আনা দামী পাথরে অলংকৃত করা হয়েছে। যার কারণে সৌন্দর্য যেন আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।
মসজিদটির চার কোনায় ১০১ ফুট উঁচু চারটি মিনার রয়েছে, এছাড়াও পাশাপাশি ৮১ ফুট উচ্চতার চারটি মিনার স্থাপন করা হয়েছে। মসজিদে পাশের মূল মিনারটির উচ্চতা ৪৫১ ফুট। মসজিদটির প্রধান দরজা তৈরিতে ব্যাবহার করা হয়েছে ৫০ মণ পিতল।
মসজিদের দেয়ালে অংকন করা হয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ এবং আল্লাহর ৯৯ টি নাম।যে কেউ দাঁড়িয়ে বা বসে মসজিদের দেয়ালে অংকিত কোরআন পড়তে পারবেন। ২০১ গম্বুজ মসজিদে এক সঙ্গে প্রায় ২০ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবে।
এছাড়াও মসজিদের উত্তর দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে আলাদা পাঁচ তলা ভবন। যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন ব্যবস্থা। নির্মাণের শুরু থেকেই বিশ্বব্যাপী আলোচনায় এই ২০১ গম্বুজ মসজিদটি।
পুরো বিশ্বজুড়ে বেশি সংখ্যক গম্বুজ ও উচ্চতর মিনার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। যা বাংলাদেশকেও এনে দিয়েছে নতুন এক খ্যাতি। দৃষ্টিনন্দন এমন মসজিদ দর্শনের জন্য আপনি হয়তোবা সাধারণত আরব দেশেই পাড়ি জমাতে চাইছিলেন কিন্তু এখন আর তা দরকার হবেনা। বিশ্বখ্যাত এমন মসজিদের দেখা মিলবে বাংলাদেশেই।