Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মফল


গর্বিত নাবিক হয়ে-
সমুদ্র পাড়ি দিয়েছি বারবার বহুবার
উচ্ছ্বাসে হত-বিহবলে করেছি উন্মাদ নৃত্য
তবু্ও জাতপাতের বিচার হয়নি কখনো।

সিদ্ধান্তগুলো বিষ ব্যথায় রক্ত চোষে
ইচ্ছেগুলো অন্তর্দাহ হয় প্রতিনিয়ত
স্বপ্নগুলো আঙুল তুলে বিবেকের দিকে
পরাজিত স্নায়ুতন্ত্র নিস্তব্ধ নিস্তেজ।

কৃতকর্মের দায় নিতে অপরাগ মস্তিষ্ক
শিরা-উপশিরায় প্রতিবাদের ঝঙ্কার
অনুতপ্ত সুরে ভাসে আত্মহত্যার হুঙ্কার
অতঃপর…
অবনত মস্তকে দাঁড়িয়ে থাকে কর্মফল।

অনন্যা / টিটি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ