পথের মানুষ
কী দারুণ হাসিমুখে আমার ডাক অগ্রাহ্য করো তুমি,
অবহেলার চাবুকে ক্ষতবিক্ষত করো হৃদয়ের ঘোড়া,
ঘৃণার আগুনে পুড়াও সোনালী স্বপ্নের দিন,
আমি তাই পথের মানুষ, পথেই আমার বাঁচা-মরা।
আমাকে সঙ্গ দেয় পথের ধূলিকণা, দুরন্ত বাতাস,
ঘাসের পোকারা, দলছুট একটি শালিক পাখি,
মৃতপ্রায় ব্রহ্মপুত্রের অবশিষ্ট জল, পানকৌড়ি-বক,
আমি তবু বেঁচে থাকি কবিতার অলিতে-গলিতে।
একদল উঁইপোকা বাসা বাঁধে ভালোবাসার মাটিতে,
একটি দাঁড়কাক কা কা করে উড়ে দিবানিশি,
শূন্যতার সমুদ্রে সাম্পানহীন ভাসমান আমি
সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত প্রায়, এই বুঝি ডুবে যাবো উত্তাল ঢেউয়ে।
আমার পথে তুমি আসবে না জানি কোনোদিন
তবুও তোমায় ভুল করে কাছে ডাকি,
পথের মানুষ কি আর বাঁধতে পারে স্বণর্খচিত প্রাসাদ?
যদি তুমিও পথিক হও তবে আমি যাযাবর রবো আজীবন।