উত্তরসূরি

পথের ওপর কত্ত যে পথ
দিবা-নিশির চলছে যে রথ
কিন্তু আমি
বিপথ ধরে শব্দদিঘির গভীর জলে
বর্শি ফেলি যেই,
শূন্য মরুর কাঁকর বাকর টোপ গিলে খায়
হারিয়ে ফেলি খেই।
পথের ওপর কত্ত যে পা
শব্দ হাঁটে সোনারঙা
এখন আমি
পথটি ধরে পায়ের ছাপে পা ফেলিয়া
কলম ধরি যেই,
কাব্য-দোয়েল শিস দিয়ে যায় সবুজ মেলায়
আনন্দে ধেই ধেই।।
অনন্যা/এসএএস