খোকার আঁকা ছবি

রঙ-তুলিটা হাতে নিয়ে খোকা আঁকছে ছবি
তেরো শত নদীর জলে ডুবে যখন রবি
আঁকছে খোকা সবুজের মাঠ রাত্রি তখন কালো
রঙ-তুলিতে আঁকে জোনাক থোকা থোকা আলো।
জোনাকগুলো জ্বালে আলো সবুজ মাঠকে ঘিরে
মিটিমিটি আলো তখন আঁধার খাচ্ছে চিরে
সবুজ মাঠের ভিতর যখন আঁকছে খোকা পথটা
নদীর স্রোতে বইছে তখন রক্তজল অনেকটা।
পূর্বদিকে খোকা এবার আঁকে একটা সূর্য
আলো ফুটে ভেসে উঠে সবুজের প্রাচুর্য
যে খোকাটা আঁকলো ছবি বিশ্বে পেলো সন্মান
সেই খোকাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনন্যা/এসএএস