বজ্রকণ্ঠ
বুলেটের আঘাতে লাল জখমে
ঘাতকেরা চেয়েছিল ঘৃণ্য চক্রান্তে
পিতার বজ্রকণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে
কিন্তু হায় , সেকি হয় কোনদিন?
জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব
শক্তিশালী হয়ে রয় চিরদিন।
শ্যামল বাংলার সুনীল গগণে
অবিনশ্বর পিতার প্রতিচ্ছবি
ধ্রুবতারা হয়ে জ্বলে অমলিন ,
অকৃত্রিম দেশপ্রেম নির্লোভ চাওয়া
পিতার বজ্রকণ্ঠ কোনোদিন
কিছুতেই থেমে যেতে পারে না ।