কার্তিকের দেশে

কার্তিকের পড়ন্ত বেলায় দ্রুত প্রস্থান সূর্যের
দুপুরের তপ্ত তনু শীত শীত করে অবেলায়
মুক্তোর ন্যায় শিশির জমে নব দূর্বা ডগায়
দিনান্তে পরিশ্রান্ত পক্ষীরা দ্রুত নীড়ে ফিরে।
শিউলির স্নিগ্ধ সৌরভ মন ছুঁয়ে যায় সাঁঝে
কুয়াশাচ্ছন্ন জলাশয়ে বকের দিনভর প্রতীক্ষা
দিন ফুরিয়ে অন্ধকার নিমজ্জিত হয় চারিপাশ
নিস্তব্ধ যামিনীতে শুধু কোলাহল শূন্য নীরবতা।
আমনের শিষে দিয়ে যায় সোনালী রঙের স্পর্শ
হিম শীতল নদীর জলে চলে পানকৌড়ির খেলা।