Skip to content

৪ঠা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

বেঁচে থাকা দায়

আমাকে বোঝার মতো কে আছে?
শুধু তুই ছাড়া,
হারালে তোকে আজ
হবো আমি দিশেহারা।

ভালোবাসি না বলেও
ভালোবাসা যায়,
তোকে ছাড়া এ জীবনে
বেঁচে থাকা দায়।

হায়, বুঝিস না কেন ?
শুধু করিস অভিমান,
দু’টি হৃদয়ের সাথে
মিশে গেছে প্রাণ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ