অতিথি পাখি
ঠিক মনে নেই কোন এক কনকনে শীতে
একটি অচেনা অতিথি পাখি এসে ছিল,
একটু উত্তপ্ত উষ্ণতার খোঁজে।
কিন্তু কোথায় পাবে নিরাপদ আশ্রয়?
এক মায়াবতী বালিকার ছিল ভীষণ মায়া
খুব যতনে বিশ্বাসের আঁচলে বাঁধলো তারে
কেটে গেল সুখ নিদ্রায় কয়েক মাস,
তারপর শুধু হলো চৈত্রের তাপদহন
অকস্মাৎ চৈত্রের প্রভাতে মায়াবতী
তাকায় নিদ্রাবিহীন চোখে,
বিশ্বাসের আঁচল যে ভরা তার অতিথি পাখির রেখে যাওয়া স্মৃতির পালকে।