শোকোচ্ছ্বাস
শোকের মাতম অন্তর জুড়ে আগস্ট এলো ঘরে
অশ্রু সিক্ত সকল হৃদয় জাতীর পিতার তরে।
বাংলাদেশের মুক্তিদাতা, তুমিই মহান স্থপতি,
তোমায় ছাড়া সোনার বাংলার কি বেহাল গতি?
আগস্ট এলেই মনে পড়ে তোমায় ওগো পিতা
লজ্জায় ভাসে মন সকলের হয়ে যায় কুণ্ঠিতা।
স্বপ্ন হাজার ছিল তোমার ঐ দুই চোখ ভরে,
ব্যথায় এখন হৃদয় ভাসে মন থাকেনা ঘরে।
বাঙালির ঘরে আজ চলছে শোকের ঢেউ
পিতা তোমার এ আত্মদানে সুখী নই কেউ।
অনন্যা/এসএএস