Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শরৎ ঋতু

ধরার বুকে চলছে শরৎ
জানিয়ে দিল ঐ কাশ,
কাজল বিলে কাটছে সাঁতার
শুভ্র সাদা রাজহাঁস।

তালের ঘ্রাণে মেতেছে আজ
প্রকৃতি ও পরিবেশ,
অপরুপ ভাব চারপাশে
সাজ সজ্জার রেশ।

দূর্বাদল সেজেছে বেজায়
অপরুপ মুক্তায়,
ঋতুর রানী এমন শরৎ
কোথায় গেলে পাই?

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ