শরৎ ঋতু

ধরার বুকে চলছে শরৎ
জানিয়ে দিল ঐ কাশ,
কাজল বিলে কাটছে সাঁতার
শুভ্র সাদা রাজহাঁস।
তালের ঘ্রাণে মেতেছে আজ
প্রকৃতি ও পরিবেশ,
অপরুপ ভাব চারপাশে
সাজ সজ্জার রেশ।
দূর্বাদল সেজেছে বেজায়
অপরুপ মুক্তায়,
ঋতুর রানী এমন শরৎ
কোথায় গেলে পাই?
অনন্যা/এসএএস
কনক কুমার প্রামানিক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম
ধরার বুকে চলছে শরৎ
জানিয়ে দিল ঐ কাশ,
কাজল বিলে কাটছে সাঁতার
শুভ্র সাদা রাজহাঁস।
তালের ঘ্রাণে মেতেছে আজ
প্রকৃতি ও পরিবেশ,
অপরুপ ভাব চারপাশে
সাজ সজ্জার রেশ।
দূর্বাদল সেজেছে বেজায়
অপরুপ মুক্তায়,
ঋতুর রানী এমন শরৎ
কোথায় গেলে পাই?
অনন্যা/এসএএস