Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছায়াবৃক্ষ

মাঝে মাঝে মনটা যেন ক্লান্ত পথিক হয়
ছায়াবৃক্ষের কানে কানে গোপন কথা কয়,
বৃক্ষের শীতল বাতাস যেন সান্ত্বনার হাত
ছায়ায় যেন ভীষণ মায়া নেই তাকে খাদ।

পাখিরা এসে ডালে বসে মিষ্টি সুরে গায়
তাদের নাকি দুঃখ আছে সেটা বলতে চায়,
বাতাস এসে বৃক্ষের কাছে বলে চুপিসারে
রোদ নাকি ভীষণ পোড়ায় যখন তখন তারে।

বৃক্ষ বলে সুখ দুঃখ নিয়ে সবার জীবন কাটে
আমায় দেখ দাঁড়িয়ে আছি দুঃখ নেই তাতে,
রোদ বৃষ্টি যখন তখন লাগছে আমার গায়
মনের সুখে ছায়া দিয়ে যাই পরম শান্তি তায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ