স্বাধীনতা
একটি পাখি শিস দিয়ে যায়
স্বাধীনতার নামে
লক্ষ প্রাণ হারিয়ে গেল
তাজা রক্তের দামে।
সুখ পাখিটা আনতে গিয়ে
মা হারালো ছেলে
বোন হারালো সতীত্ব তাঁর
ভাসে চোখের জলে।
সেই পাখিটা আসবে ঘরে
দিয়ে সুখের ডাক
সেই পাখিটা আসলো ঘরে
নিয়ে হাজার শোঁক।
এই পাখিটা সেই পাখি নয়
স্বাধীনতা তাঁর নাম
মুক্ত হলো বাংলা আমার
দিয়ে রক্তের দাম।