Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হিমসন্ধ্যা

হিমসন্ধ্যা অপেক্ষার অপর নাম যদি জীবন হয়
তবে কেন স্মৃতিতে থেকে যায়, শুধু এক কাপ চা
কফির মগের মতো, সে কি আসতে পারেনা জীবনে
তার কি নেই, রাত্রি জুড়ানো কোনো চাওয়া পাওয়া?

কুয়াশা জড়ানো কাঁচের ওপর শিশু, যোগ চিহ্ন দিয়ে
এর নামের পাশে বর্ণ সাজিয়ে,লিখে রাখে ওর নাম
বনে, ক্যাম্প ফায়ারে উল্কি ছড়ানো নাচ গান হয়
বিরতি সময় গলে, তুবড়ির মতো কতো স্বপ্ন উবে যায়

মধু পান করার নামই কি তবে, গরলের অপচয়!
ফুলের ভেতর ক্রুশ কাঁটা দিয়ে বোনা আমাদের ত্রিশঙ্কু শরীর
শরীরের ভেতর উল দিয়ে বোনা মন যেন অস্থায়ী সরকার
দরকারে থেকে যায়, দরাদরিতে পড়ে যায়, ক্ষতচিহ্ন মেলা বড় ভার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ