কবি ও মানুষ
কবি ও মানুষ মাঝে তফাৎ আছে কোনো?
সবখানেতে পৃথক ভাবে, অন্য রূপে যেন।
আগে মানুষ পরে কবি, সত্যিকারের বাণী
কবির ভাবনায় ভিন্ন আছে এ কথাটি মানি।
সমাজের সব বাস্তব চিত্র তুলে ধরে কলমে
ভুলগুলো শুধরে দেয় শব্দ বাক্যের মলমে।
সাধারণের পক্ষে লিখে যায় কবিতার ছন্দ
দূর হয়ে যায় আমাদের ভাগ্যের কিছু মন্দ।
মানুষের মনুষ্যত্ব হলো কবিদের অহংকার
থামে না কলম তার যতই থাকুক হুংকার।
হরেক রূপের কবি আছে আমাদের মাঝে
কেউ যে আসল রূপে, কেউ নকল সাজে।
শব্দ নিয়ে কবি’র খেলা শব্দেই বানায় ঘর
শব্দ দিয়ে বুঝিয়ে দেয় কে আপন ও পর।
কবিতারা হাতে নিলো সমাজ গড়ার কাজ
পড়ি আমরা সবে মিলে শিখতে নাই লাজ।